Bengali short story | বেঙ্গলি সট স্টোরি

 Bengali short story | বেঙ্গলি সট স্টোরি

Bengali short story | বেঙ্গলি সট স্টোরি


 Bengali short story | বেঙ্গলি সট স্টোরি


মেঘের গায়ে জেলখানা । বিশ্বাস হয় না ? দেখে এসাে বঙ্গায় । হাওড়া থেকে ট্রেনে উঠলে তিন দিন তিন রাত্তিরের পথ । টিকোতে টিকোতে যাবে প্যাসেপ্তার টেন । থামবে সাহেবগঞ্জে যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেঁটেখাটো পাহাড় । বুঝতেই পারবেনা কখন ছাড়িয়ে এসেছ বাংলাদেশ ।

 সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সকরিগলি ঘাট । পারানির স্টিমারে সেখান থেকে মণিহারি ঘাট । ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা ।


 Bengali short story 


 রাত্তিরে স্টিমারের সার্চলাইটের আলােয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড । ওপারের উঁচু বাঁধের ওপর আলাে পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল — যতটুকু আলাে , ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পােকার মতাে ঝাকে ঝাকে উড়ছে সাদা বক না বলাকা ? সার্চলাইটের কড়া আলােয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল । এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বােঝাতে বােঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে ।

 তল্পিতল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠো । পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাং

পৌঁছে গেছ । তুমি যেখানেই যাও বাংলাদেশ তােমাকে টেনে নেবে । মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ । Bengali short story | বেঙ্গলি সট স্টোরি গােরুর গাড়ির ছইয়ের ওপর লাল - নীল কাগজের নিশান 

। আকাশে ঠেলে উঠেছে চাকায় তাড়ানাে ধুলাে । ছােট্ট ছােট্ট পিলে মােটা ছেলেদের হাতে তালপাতার ভেঁপু । মেলা থেকে তারা ফিরছে , একটু এগােলেই তা বােঝা যায় । স্টেশনের কাছেই একটা মাঠে চনচনে রােদুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি । উবু হয়ে বসা আড়ালের মানুষগুলােকে দেখা গেল । একটা কিছু ( Bengali short story  )

 বেঙ্গলি সট স্টোরি


হচ্ছে সেখানে । চারপাশে তাবু পড়েছে । গমগম করছে সারা তল্লাট ।। দিন গিয়ে রাত । রাত গিয়ে দিন । হি

কোলের কাছে ঘেঁষে এল রাস্তা । বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে , জলের তােড়ে ভেসে আসে বড় বড় পাথর আর নুড়ি । শীতকালে জল শুকিয়ে গেছে । ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্রবিচিত্র বড়াে বড়াে পাথর আর নুড়ি । স্টেশনগুলাের মজার মজার নাম ।

 তিব্বতিদের দেওয়া । এককালে বাঘের উপদ্রব ছিল , নাম তাই বাঘডােগরা । হাতির অত্যাচার ছিল , তাই হাতিঘিষা । শিকারের ভালাে জায়গা , নাম নকশালবাড়ি । মাঠের মধ্যে , ছােট্ট শহর শিলিগুড়ি ।

   চারদিকে পাহাড়তলীর অরণ্য — তরাইয়ের গভীর জঙ্গল । তার মাথার ওপর ঢেউয়ের মতাে চলে গেছে একটার পর একটা পাহাড় । শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা । সামনেই একটা লম্বা যেমন - তেমন কাজ । চালানাে গােছের পুল । নীচে দিয়ে গেছে খরস্রোতা তিস্তা । লেপচারা বলে রংতু বা সিধা নদী । বড়াে বড়াে পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়ের কুটোর মতাে ভেসে চলেছে তার ক্ষুরধার জলে ।।
১৮৪ সাহিত্যচর্চা যেতে যেতে ছােট্ট একটা নেহাৎনগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সােনার টায়রার মতাে ঝলমল করে উঠল কী ওটা ? একদল চেঁচিয়ে উঠল - কাঞ্চনজঙ্ ।

Bengali short story 


 সকালের সােনালি রােদুর এসে পড়েছে বরফে মােড়া পাহাড়ের চুড়ােয় । সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না । যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য । গাড়ি এসে থামে রাজাভাতখাওয়ায় । স্টে

গায়ে চায়ের ছােট্ট দোকান । বেঁটে বেঁটে কাচের গেলাস । গেলা যায় না এমন বিশ্রী চা । তারই দাম দু - আনা । বাইরের উটকো লােক । কাজেই দাও মেরে নেবে । হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোটে আলতার রং , কা

মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল । চোখেমুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ । জিজ্ঞেস করতে হবে । Bengali short story 


, সে নিজেই বলবে — কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না । আমাকে আবার ধরেছিল । ফিমেল গাঁট ধরবার জন্যে । আমরণ , এই হাড়গিলে চেহারায় আবার ফিমেল পার্ট ! কিন্তু দু - মিনিটেই ভাব হয়ে যাবে লােকটার সঙ্গে । বাড়ি তার যশােরের কোনাে একটা গাঁয়ে । দেশ ভাগ হবার পর হা - ঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে । ছােট্ট জায়গা । হয় রেল , নয় চা আর 


Bengali short story


 Bengali short story | বেঙ্গলি সট স্টোরি চালানি কারবারের সঙ্গে জড়ানাে এখানকার জীবন । খেলা নেই , সিনেমা নেই । মাঝে মাঝে মেরাপ বেঁধে শখের থিয়েটারে একটু - আধটু বৈচিত্র্য । যতদূর চা বাগান , ততদূর পিচঢালা মােটরের রাস্তা । সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালাে কালাে কবন্ধের মতাে পাহাড় ।

 মিলিটারি মেজাজে হুহু শব্দে চলবে ট্রাক । মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানাে জমিতে । যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি । বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে । কুলিকামিনেরা । মুখের হাজার রকমের গড়ন । কেউ সাঁওতাল , কেউ ওরাওঁ , কেউ কোচ , কেউ পলিয়া 

। পুরুষদের হাঁটুর নীচে কারাে কাপড় নেই । কারাে কারাে খালি গায়ে শুধু একটা সরু নেংটি । পাতা দিয়ে ছাওয়া ছােট্ট  Bengali short story ঘর । কোনাে রকমে মাথা গুঁজে থাকে । শুকনাে । শুকনাে মুখ , সরু 
পা
মতাে শরীর । মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলাে ৷ সামনে কেয়ারি করা ফুলের বাগান । দেউড়িতে দাঁড়ানাে ঝকঝকে তকতকে আনকোরা নতুন গাড়ি । হঠাৎ তােমার চোখ বড়াে বড়াে হয়ে 

যাবে — ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি ? ভাবতে ভাবতে জানতেই পারবে না কখন তুমি পার হয়ে এসেছ চা - বাগানের চৌহদ্দি । হঠাৎ একটা ঝাকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে তােমার ।

 পিচ নয় , খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা । অসংখ্য ছােটো ছােটো কাঠের সাঁকো । কোনােদিকে পরােয়া নেই , তারই ওপর । দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে ট্রাক । ভয়ে প্রাণ শুকিয়ে যাবে । তারপর বলা নেই , কওয়া নেই হঠাৎ তােমাকে ঢেকে দেবে  বাঘ ডাকা অরণ্য । দুপাশে গভীর শালবন । গা - ছমছম - করা নির্জন ছায়াছন্ন রাস্তা । এখানে চেঁচিয়ে মরে গেলেও

 Bengali short story | বেঙ্গলি সট স্টোরি

Post a Comment

0 Comments