বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর ।

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর ।


বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের তৎকালীন রাষ্ট্রনৈতিক ব্যবস্থাকে বিসমার্কের পূর্বে জার্মানীর একগুচ্ছ স্বাধীন রাষ্ট্রের সঙ্গেই তুলনা করা যেতে পারে । মুঘল আক্রমণের প্রাক্কালে ভারত পারস্পরিক যুদ্ধ - বিগ্রহে লিপ্ত কয়েকটি খণ্ডে বিভক্ত ছিল । দেশে তখন কোন সার্বভৌম রাজশক্তি ছিল না । সার্বভৌম শক্তি অধিকারের জন্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে এক অবিরাম সংগ্রামে লিপ্ত ছিল ; তার ফলে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে বিদেশী শক্তিকে প্রতিহত করার রাজনৈতিক কোন দৃষ্টিশক্তিও তাদের ছিল না । 
একজন বিদেশী আক্রমণকারীর কাছে একটা নতুন দেশের জমি দখল করার যে অনুকূল পরিস্থিতির প্রয়োজন , বাবরের সমকালীন ভারতবর্ষে তা সবই ছিল । এই দিক বিশ্লেষণ করে ড . ঈশ্বরীপ্রসাদ তাঁর বিখ্যাত ভারতের রাষ্ট্রব্যবস্থা কখনও সুসংহত শক্তিরূপে গড়ে ওঠেনি । এখানে রাষ্ট্রশক্তির যথার্থ বিকাশ সম্ভব হয়নি ; কারণ , এদেশে শাসকের মৃত্যুর পর রাজত্বের উত্তরাধিকার নিয়ে ভ্রাতৃদ্বন্দ্ব , গৃহযুদ্ধ ও রক্তপাত অনিবার্য ছিল । 

যদি কোন রাজকুমার সিংহাসনের সকল দাবি - দাওয়া নিয়ে এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তরবারির সাহায্যে উৎখাত করে ক্ষমতা দখল করতে সক্ষম হতেন , তো ঠিক ছিল ; নতুবা সাম্রাজ্যের বিচ্ছিন্নতা অবশ্যম্ভাবী ছিল । প্রকৃতপক্ষে দিল্লী সুলতানি রাষ্ট্র এমন কি রাজপুত রাজ্যগুলির পশ্চাতেও ভারতের জনগণের সমর্থন ছিল না । জাতীয় রাষ্ট্রের ধ্যান - ধারণা ভারতে কখনও বিকাশলাভ করেনি ।

বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর 


 হুণ আক্রমণের পর থেকে সে ধারণা ও ঐতিহ্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় এবং সামরিক ও সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থাই ভারতের ইতিহাসে শাসনব্যবস্থার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায় । কিন্তু ইওরোপে সামন্ততন্ত্র রাষ্ট্রের স্থায়িত্ব রক্ষায় এবং প্রাথমিক পর্বের জাতীয়তাবাদ গঠনে যে ভূমিকা গ্রহণ করেছিল , ভারতে সামস্ততন্ত্র তা করতে ব্যর্থ হয় ; অর্থাৎ তার নেতিবাচক ভূমিকাটাই প্রধান ছিল । সামন্ততন্ত্র আক্ষরিক অর্থে ভারতবর্ষে কোনদিনই ঠিকমত গড়ে ওঠেনি ।

 যদিও এখানকার অর্থনীতি ছিল মূলত কৃষি ও ভূমিনির্ভর । তার ফলে এখানে যুগ যুগ ধরে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি , অর্থাৎ সেই উপযুক্ত শোষণ , অত্যাচার ও ধর্মপীড়ন ছিল , কিন্তু সামন্ততন্ত্রের ইতিবাচক দিকগুলি ছিল সম্পূর্ণ অনুপস্থিত । এই ইতিবাচক দিকগুলির প্রধান দিক হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা ; ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা , সঞ্চয় ও ভোগাধিকার নিশ্চিত থাকলে মানুষ কাজ করতে উৎসাহী হয় , সম্পদের সৃষ্টি করে এবং দেশে উৎপাদন - মনস্কতা গড়ে ওঠে ।

 ভারতবর্ষে এগুলির সবই অভাব ছিল এবং তার জন্যই ভারতীয় চরিত্র ছিল একান্তই কর্মবিমুখ ও নৈরাশ্যবাদী । এজন্যই ভারতীয় রাষ্ট্রব্যবস্থায় ইওরোপীয় রাষ্ট্রব্যবস্থার গোড়াপত্তন হয়নি এবং জনসাধারণ এই রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্র হিসেবে কল্পনা করতে পারেনি । বাবরের তীক্ষ্ণদৃষ্টিতে এগুলির সবই ধরা পড়েছিল । 

বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর 


 বাবর তাঁর ‘ আত্মজীবনী'তে ভারতের এই ক্ষয়িষ্ণু অবস্থার কথা উল্লেখ করতে ভুলে যাননি । দিল্লী সুলতানি রাষ্ট্রব্যবস্থায় অনেক নতুনত্বের ছাপ থাকলেও , যথার্থ সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে না ওঠার ফলে সুলতান ও সামরিক অভিজাত গোষ্ঠীর হাতেই কেন্দ্রীয় ক্ষমতার মূল শাসনদণ্ড ছিল । কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র শাসন - ক্ষমতায় সর্বেসর্বা ছিলেন দুর্নীতিপরায়ণ মুসলমান শাসনকর্তা অথবা হিন্দু অভিজাতগণ ।

 এঁরা সুলতানকে বাৎসরিক রাজস্ব ও উপঢৌকন পাঠিয়ে সন্তুষ্ট রাখতেন এবং তার বিনিময়ে তাঁরা নিজ নিজ এলাকা স্বাধীনভাবে শাসন করতেন । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রতি জনসাধারণের কোন সমর্থন ছিল না বললেই চলে । প্রকৃতপক্ষে তৈমুরলঙ্গের আক্রমণের আঘাতেই দিল্লী সুলতানি রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং তার ফলে এক গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় । 

বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর 



তৈমুরের বিধ্বংসীকর আক্রমণে ভারতবর্ষের যে ক্ষতি হয়েছিল , তা পরবর্তী একশো পঁচিশ বছরের অব্যবস্থিত ও দুর্বল কেন্দ্রীয় শাসনের ফলে পূরণ করা সম্ভব হয়নি এবং প্রায় গৃহযুদ্ধের পরিবেশে ধ্বসে পড়া সামাজিক ও রাজনৈতিক কাঠামোও আর আগের মতো নিখুঁতভাবে জোড়া লাগেনি । সেই কারণেই ভারতের এই অন্তঃসারশূন্য রাজনৈতিক অবস্থা বাবরের আঘাতে গুঁড়িয়ে গিয়েছিল ।

 তৈমুরের আক্রমণের ফলেই ভারতে এক পুরাতন সাম্রাজ্যের বিপদ ঘটে এবং অপর এক নতুন সাম্রাজ্য গড়ে ওঠার পথ প্রশস্ত হয় । বাবরের আক্রমণের প্রাক্কালে তৎকালীন ভারতীয় রাজ্যগুলির রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা পর্যালোচনা করলে , ভারতীয় পরিস্থিতি বাবরের পক্ষে কতটা অনুকূল ছিল তা সহজেই উপলব্ধি করা যাবে। (বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর ।)

0 Response to "বাবরের আক্রমণের আগে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা কর ।"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles